Onsite SEO Content Building
(I) কেনো আমাদের কন্টেন্ট কোয়ালিটি নিয়ে ভাবা উচিত:
- যাতে আমাদের কন্টেন্ট গুলো গুগলের প্রথম পেইজে থাকে এবং মানুষজন ভিজিট করে।
- যাতে ভিজিটররা আপনার CTA তে ক্লিক করা না পর্যন্ত আর্টিকেলটি পড়ে।
- যাতে ভিজিটরা আমাদের বিশ্বাস করে এবং আমাদের অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে।
(II)রিকোমেন্ডেড কন্টেন্ট প্রোভাইডার্স:
1) SEO conversion content:
- তারা এন্টারটেইনিং কন্টেন্ট প্রভাইড করে যার ফলে অডিয়েন্সকে আর্টিকেলে ধরে রাখা যায়.
- কনভার্সন রেটের জন্য খুব ভাল
- এসইও রেডি কন্টেন্ট
- এক্সপেন্সিভ
টিপঃ মানি পেইজের জন্য কনভার্সন কন্টেন্ট ব্যবহার করা।
2) PBN Butler:
- এরা মোটামুটি সব কিছুতেই ভাল (research, entertaining value, etc.).
- কনভার্সনের এভারেজ।
3) Text Brokers:
- এটা অনেকটা iwritter এর মত।
- রাইটার কোয়ালিটি ভিবিন্ন রকমের হতে পারে। কিছু আছে ভাল মানের আবার কিছু আছে খারাপ মানের।
- ভাল মানের রাইটার খুজে পেতে 5 star ফিল্টারটি ব্যবহার করুন।
4) Word Agents:
- এটি একটি এজেন্সি।
- আপনি সরাসরি ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন।
- এদের কনভার্সন মোটামুটি
(III) কন্টেন্টের দৈর্ঘ্য:
মানি কন্টেন্ট:
- প্রথমের আপনার কিওয়ার্ডটিকে নিয়ে গুগলে সার্চ করুন।
- প্রথম ৩-৫ টা ওয়েবসাইট দেখুন তারপর সব গুলার কত ওয়ার্ডের তার একটা এভারেজ বের করুন।
- যে এভারেজ সংখ্যাটা পেলেন এবার আপনার কন্টেন্টে তার থেকে ১০-২০% কন্টেন্ট বেশি যুক্ত করুন।
ইনফরমেশনাল কন্টেন্ট:
দুই ধরণের ইনফরমেশনাল কন্টেন্ট রয়েছেঃ
- জেনারেল সাপোর্টিং কন্টেন্ট: মানি পেইজের মত এভারেজ + (১০-২০%)
- Skyscraper: এভারেজ +(৫০-১০০%)
(IV) কন্টেন্ট রিকুয়েস্ট (Tamplate):
যেভাবে কন্টেন্ট রাইটারকে ইন্সট্রাকশন দেবেনঃ
- প্রথমের আপনার টাইটেল টি দিন।
- কত ওয়ার্ডের কন্টেন্ট চাচ্ছের তা উল্লেখ করুন।
- আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিন। (সম্ভব হলে এক্সেল শিটের লিংক দিয়ে দিন)
- কন্টেন্টটি কি টোনে বা কি স্টাইলের হবে তা উল্লেখ করতে পারেন।
- আর্টিকেলের ইন্টেন্ট কি?
টিপঃ অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে শুধুমাত্র একজন ভাল মানের রাইটার কন্টেন্ট লিখানো উচিত।
- পূর্ববর্তী কোনো কন্টেন্টের লিংক।
- কন্টেন্ট স্ট্র্যাকচার কি রকম হবে?
ট্যাম্পলেটের লিংক নিচে দেয়া আছে।
Template: Click Here
(V) সাব-টপিক কভারেইজ:
যে ভাবে কন্টেন্টের জন্য সাব টপিক গুলো ম্যানেজ করবেনঃ
Introduction:
Title:
Sub Topics:
যেভাবে সাব-টপিক গুলো খুজে পাবেন:
- মেইন কিওয়ার্ড টি গুগলে সার্চ করুন।
- প্রথম ৪-৫ টা ওয়েবসাইট ওপেন করুন। তারা যে সাব-টপিক গুলো কভার করেছে সব গুলো লিস্ট করুন।
- তারপর পুরো লিস্ট টি একসাথ করে যে সাব-টপিক্ক গুলো এক রকম সে গুলো বাদ দিন।
- তারপর সাব-টপিক গুলা সুন্দরভাবে অর্ডার করুন।
FAQ:
FAQ সেকশনে মানুষজনের করা প্রশ্ন গুলো সরাসরি উত্তর দিতে পারেন। অনেক সময় এই FAQ সেকশন টাতেও আপনার কন্টেন্টটি র্যাংক করতে পারে। প্রতিটি উত্তর ৫০-১০০ ওয়ার্ডের মধ্যে রাখুন।
Conclusion:
(VI) কন্টেন্ট পর্যালোচনাঃ
যখন আপনি রাইটার থেকে কন্টেন্ট পাবেন তখন কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। অবশ্যই কন্টেন্টের কোয়ালিটি দেখতে হবে যেমনটা আগে ইন্সট্রাকশন দেয়া হয়েছিলো।
- কন্টেন্ট স্ট্রাকচার পর্যালোচনা করুন। আপনার দেয়া স্ট্রাকচার অনুযায়ী কন্টেন্ট দেয়া হয়েছে কিনা চেক করতে হবে।
- যে টপিক গুলো দেয়া হয়েছে দেখবেন সব গুলো টপিক কন্টেন্টের মধ্যে আছে কিনা।
- কন্টেন্টেকে প্রুফরিড করুন।
- কিওয়ার্ড ডেনসিটি চেক করুন।
- কন্টেন্টটিকে এমএস ওয়ার্ডে রান করুন। যার ফলে কোনো ছোট ভুল থাকলে দেখতে পারবেন।
- কন্টেন্টটিকে গ্রামারলি তে রান করতে পারেন। এর ফলে যদি কন্টেন্টে কোনো প্রকার গ্রামাটিক্যাল মিস্টেক থাকে তাহলে এটা আপনাকে এরর গুলা ফিক্স করতে সাহায্য করে।
- সব শেষে আর্টিকেলটির প্লাগারিজম চেক করতে পারেন। গুগল করলে অনেক ধরণের প্লাগারিজম চেকার পেয়ে যাবেন।
Onsite SEO Site Building (Single Page)
(1) কন্টেন্ট আপলোডিং:
- ওয়ার্ডপ্রেসে কন্টেন্ট আপলোডের ক্ষেত্র Pages ও ব্যবহার করা যায়। র্যাংকিং এর জন্য Pages ব্যবহার করা যায় কারণ Pages খুব কাস্টমাইজেবল।
- কন্টেন্ট কাস্টমাইজ করতে ওয়ার্ডপ্রেস এডিটর এর পাশাপাশি Thrive ব্যবহার করতে পারেন। প্রোডাক্ট রিভিউ কন্টেন্ট গুলোর জন্য Thrive ব্যবহার করা খুবই ইফেক্টিভ।
- কন্টেন্ট আপলোড করার পর সবার আগে Headings গুলো ঠিক করতে হবে।
(2) যেভাবে Child Pages সেট-আপ করবেন:
ওয়ার্ডপ্রেস দিয়ে সহজে child pages সেট আপ করা যায়। প্রথমে আপনাকে আপনার child page টিতে যেতে হবে। Child Page এ যাবার পর রাইট সাইডে দেখবেন পেইজ এট্রিবিউটস নামে একটা অপশন আছে। সেখানে থেকে Parents এ গিয়ে মেইন পেইজ সিলেক্ট করতে হবে। তারপর অবশ্যই Update এ ক্লিক করতে হবে।
(3) ইমেজ কোথা থেকে পাবেন এবং কিভাবে আপলোড করতে হবেঃ
কন্টেন্ট কে খুব ভাল ভাবে সাজাতে হলে অবশ্যই আপনাকে ইমেইজ ব্যবহার করতে হবে। এবং অবশ্যই কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করতে হবে। কিভাবে ফ্রীতে ইমেইজ কালেক্ট করা যায় তা নিচে দেয়া হলঃ
- ফ্রী ইমেইজের জন্য গুগলকে ব্যবহার করা যেতে পারে।
- কি ধরণের ইমেইজ খুচ্ছেন তা গুগলে গিয়ে সার্চ করুন। তারপর Images সেকশনে গিয়ে আপনাকে একটু ফিল্টার করতে হবে।
- কপিরাইট ফ্রী ইমেইজ পেতে Tools>Labled for reuse with modification এ অপশনটি সিলেক্ট করতে হবে। এর ফলে যে ইমেইজ গুলো আসবে সব গুলো ইমেইজ আবার ব্যবহার করা যাবে এবং ইমেইজ গুলো কপিরাইট ফ্রী।
- ইমেইজ আপলোডের সময় Alt Text দিতে হবে। দরকার প্রয়োজনে alt text এ কিওয়ার্ডও দেয়া যায়।
- সব সময় হেডার গুলোর পরের লাইনেই ইমেইজ ইউজ করা ভাল। এতে কন্টেন্ট টিকে দেখতে সুন্দর দেখায়।
- বুলেট/নাম্বার পয়েন্ট গুলোর সাথে ইমেইজ ব্যবহার করলে রাইট সাইডে দিতে হবে।
- Free Images Sites লিখে গুগলে সার্চ করলে অনেক সাইট পেয়ে যাবেন যেখানে ফ্রী অনেক সুন্দর সুন্দর ইমেইজ পাওয়া যায়।
(4) কন্টেন্টে ভিডিও যুক্ত করাঃ
ভিডিও ব্যবহার করে ভিজিটরদের অনেক্ষন সাইটে রাখা যায়। এতে খুব ভাল ফল পাওয়া যায়।
যেভাবে কন্টেন্টে ভিডিও যুক্ত করতে পারেনঃ
- যে টাইপের ভিডিও দরকার তা ইউটিউবে গিয়ে সার্চ করুন।
- কোনো ভিডিও পছন্দ হলে ভিডিওর শেয়ার অপশনে গিয়ে Embaded কোড কপি করে আর্টিকেলের যেখানে দিতে চাচ্ছেন সেখানে পোস্ট করুন।
(5) টেবিল এবং লিস্ট তৈরিঃ
- টেবিল তৈরির জন্য TablePress প্লাগিনটা ব্যবহার করা যায়।
- এছাড়াও Thrive Content Builder দিয়ে খুব সুন্দর ভাবে টেবিল তৈরি করা যায়।
(6) টেবল অব কন্টেন্ট সেটআপঃ
- টোটাল কন্টেন্টের একটা ওভারভিউ দিতে টেবল অব কন্টেন্ট ব্যবহার করা হয়।
- ওয়ার্ডপ্রেস এর জন্য Table Of Content Plus প্লাগিনটি ব্যবহার করতে পারেন।
- Thrive দিয়েও টেবল অব কন্টেন্ট তৈরি করা যায় খুব সহজেই।
(7) Thrives টিপস এন্ড ট্রিক্সঃ
- Headings গুলোকে Capitalized করতে Text Transform অপশনটি ব্যবহার করুন।
- CTA গুলোকে অ্যানিমেশন ইফেক্ট দিতে CTA তে ক্লিক করে Animation & Action অপশনে যেতে হবে।
- প্রোডাক্ট টেবিলে রেটিং দেয়ার ক্ষেত্রে Fill Counter অপশনটি ব্যবহার করা যায়।
- যদি একটা টেবিল আবার অন্য কোথাও ব্যবহার করতে চান, তাহলে টেবিল টিকে Template হিসেবে সেভ করে রাখা যায়। এবং পরবর্তীতে অন্য কোনো যায়গায় ইনপুট করা যায়।
- একসাথে সব টেবিলের ডাটা চেঞ্জ করতে চাইলে টেবিলটিকে Symbol হিসেবে সেভ করুন।
Onsite SEO Site Building (Site-wide)
(1) যেভাবে থিম চয়েজ করবেনঃ
- মোবাইল রেস্পন্সিভ হতে হবে।
- একটা প্রাইমারি কালার চুজ করে থিম সিলেক্ট করা উচিত। যদিও পরবর্তীতে প্রাইমারি কালার চেঞ্জ করা যায়।
- এমন একটা থিম নেয়া উচিত যেটাকে ইচ্ছা মত কাস্টমাইজ করা যায়।
- ওয়ার্ডপ্রেস থিম স্টোরে গিয়ে নিজের ইচ্ছেমত ফিল্টার করে থিম সিলেক্ট করতে পারেন।
- আর সব সময় খেয়াল রাখতে হবে যাতে থিমের লে-আউট রেস্পন্সিভ হয়।
(3) ওয়েবসাইটে মেনু সেট-আপঃ
- অবশ্যই মেনুতে Home পেইজ রাখতে হবে।
- মেনুতে Category রাখতে হবে, রিভিউ টাইপ কন্টেন্ট গুলোকে Categoty তে যুক্ত করতে হবে।
- Label এ প্রোডাক্টের নাম ব্যবহার করতে হবে কারণ মেনুতে পুরো টাইটেল চলে আসলে কিওয়ার্ড ডেনসিটি বেড়ে যেতে পারে।
- About Us, Contact Page, Privacy Policy পেইজ গুলো প্রাইমারি মেনুতে রাখা উচিত নয়। এগুলো ফুটার মেনুতে রাখাই ভাল।
(4) সাইডবার সেট-আপঃ
- যদি একটি প্রোডাক্ট সাইডবারে ফিচার করে রাখতে চান তাহলে সব পেইজে শুধু মাত্র একটি সাইডবার ব্যবহার করতে হবে।
- আর যদি বিভিন্ন পেইজে বিভিন্ন সাইডবার দিতে চান তাহলে কাস্টম সাইটবার ব্যবহার করতে হবে।
- ওয়ার্ডপ্রেসে গিয়ে widgets > text টিকে Page Sidebar এ ড্রফ করতে হবে। তারপর Text Widgets এ প্রোডাক্ট/রিভিউ যুক্ত করুন।
- সাইডবারকে স্টিকি করতে "Q2W3 Fixed Widgets" প্লাগিনটি ব্যবহার করুন।
- Custom Sidebar যুক্ত করতে চাইলে "Custom Sidebars" প্লাগিনটি ব্যবহার করতে হবে।
(5) Author Boxes and Attribution:
- E-A-T (Expertise, Authority, Trust) এর কারণে author box খুবই জরুরী।
- Author Box এ অথরের সোস্যাল প্রোফাইল লিংক দেয়া যেতে পারে।
- Author Box এ অথরের নিজস্ব About পেইজের লিংক রাখা যায়।
- যে পোস্ট গুলো র্যাংক করাতে চান অবশ্যই সে পেজ গুলোতে Author Box এ রাখতে হবে। পোস্ট এর শুরুতে বা শেষে যেকোনো এক জায়গায় রাখলেই চলবে।
- Author Box তৈরি করার জন্য অনেক ধরণের প্লাগিন পাওয়া যায়।
- অনেক সময় থিম এর সাথেই Author Box দেয়া থাকে।
- Author Box এ অথরের নাম ঠিকানাসহ সব রাখতে হবে, অবশ্যই সেই সাথে সোস্যাল প্রোফাইলও যুক্ত করতে হবে।
(6) About, Contact, Privacy Policy Pages:
- একটি রিয়েল ওয়েবসাইটে এই পেইজ গুলো থাকতেই হবে যাতে যে কেউ দেখলে বুঝতে পারে সাইটটি রিয়েল।
- ১৫০-২০০ ওয়ার্ডের মধ্যেই About পেইজ রাখা এনাফ।
- Contact পেজের জন্য "Contact Form 7" প্লাগিনটি ব্যবহার করা যায়।
- Privacy Policy পেজের জন্য অনলাইনে অনেক রেডিমেট ট্যাম্পলেট পাওয়া যায়। যেখানে নিজের ইনফরমেশন গুলো ইডিট করে দিতে হবে।
- আর এই সবগুলো পেইজের মেটা ডেস্ক্রিপশন দিতে হবে।
(7) XML Sitmap:
- XML Sitemap সেট-আপ করার জন্য "XML sitemap genarator" প্লাগিনটি ব্যবহার করতে পারেন।
- Homepage, Posts, Static Pages শুধু মাত্র পেজ গুলোর সাইটম্যাপ সেট করতে হবে।
- সাইটম্যাপ চেক করুন "www.yoursite.com/sitemap.xml" এভাবে।
(8) Indexing Onsite Pages:
- সার্চ কনসোলের মাধ্যমে পেজ গুলোকে ইনডেক্স করানো যায়।
- আবার অনেক ঘরণের Ping সাইট আছে যেগুলো গুগলকে ওয়েব পেজ গুলোকে ইনডেক্স করতে সাহায্য করে।
Comments
Post a Comment