Building your first website Domain: What is Domain: একটি ওয়েবসাইটকে আইডেন্টিফাই করার জন্য কিছু ওয়ার্ড। এটা অনেকটা রাস্তার এড্রেসের মত। প্রত্যেকটি ডোমেইন নেম ইউনিক। উদাহরণঃ https://www.google.com or https://google.com TLDs: TLD এর মানে হল Top Level Domain. তিনটি পপুলার TLD হল .com .net .org .com সাধারণত commercial কাজের জন্য বোঝায়, .net = Inter net services Providers এবং .org = এটি সাধারণত ব্যবহার করে Non Profit Organization গুলো। কিছু TLD ছাড়া একজন ওয়েবসাইট ওনার যেকোনো TLD নিয়ে কাজ করতে পারেন। কিছু TLD দেশভেদে হয়ে থাকে যেমন, Canada র জন্য .ca এবং Australia র জন্য .au আবার কিছু TLD রয়েছে যেগুলো আপনি ইচ্ছা করলেও নিতে পারবেন না। যেমন .gov .edu .mil WhoIS and WhoIS Privacy: এটি সাধারণ পাবলিক থেকে একজন ডোমেইন ওনারের পারসোনাল ইনফোরমেশন হাইড করতে সাহায্য করে। WhoIs এর ওয়েবসাইটে গিয়ে আপনি যেকোনো ডোমেইন এর হিস্টোরি চেক করতে পারবেন। Purchasing a Domain: আমরা যেকোনো ডোমেইন প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন নিতে পারি, যেমন, Godaddy, namecheap, hostgator আরও অনেক।...